হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় কাস্টমস কর্মকর্তাকে মারধরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১ 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে লাগেজ স্ক্যান না করা নিয়ে এক কাস্টমস কর্মকর্তাসহ তিনজনকে মারধর করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার থানায় মামলা হয়। এই মামলায় হৃদয় (২৮) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার হৃদয় হলেন আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা। মারধরের শিকার সহকারী রাজস্ব কর্মকর্তা মো. কামরুল পারভেজ বাদী হয়ে গতকাল রাতে আখাউড়া থানায় চারজনের নামে মামলা করেছেন। গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম। 

পুলিশ জানায়, গতকাল শুক্রবার বিকেলে ভারত থেকে আসা এক বা একাধিক যাত্রী সাত-আটটি লাগেজ আনেন। এসব লাগেজে কাস্টমসের স্ক্যানিং কক্ষে না নিয়ে কৌশলে সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। বিষয়টি বুঝতে পেরে সহকারী রাজস্ব কর্মকর্তা মো. কামরুল পারভেজের নেতৃত্বে তিনজন ওই অটোরিকশাটির গতিরোধ করেন। 

লাগেজগুলো চেক করার জন্য কাস্টমসে ফেরত নিতে বলেন। এ সময় পেছনে থেকে মোটরসাইকেলে এসে কয়েকজন যুবক কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলা করেন। এতে কাস্টমস কর্মকর্তা আহত হন, এ সময় আরও আহত হন কাস্টমসের সিপাহি পদে কর্মরত মো. জুম্মন ও মো. ইমন মিয়া। 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, ‘কাস্টমসের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় চারজনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল রাতেই এজাহারনামীয় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা