হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

বিজয়নগরে আ.লীগের ১৭ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় আওয়ামী লীগের ১৭ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। 

বহিষ্কৃত নেতারা হলেন—পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলি আহমেদ, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তাজুল ইসলাম, উপদপ্তর সম্পাদক আল আমিন ভূইয়া, চান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ফয়েজ, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজীন বণিক, চম্পকনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী ভূইয়া, পাহাড়পুরের জসিম উদ্দিন মলাই, হরষপুরের মো. শাহজাহান, বিষ্ণপুরের জসিম উদ্দিন চৌধুরী, চরইসলামপুরের মোহাম্মদ সানাউল্লাহ, পত্তনের সামছুল আলম, চম্পকনগরের আনোয়ার হোসেন চৌধুরী, ইছাপুরের আকতার হোসেন, জিয়াউল হক বকুল এবং বুধন্তি ইউনিয়নের দেলোয়ার হোসেন খান ও মোবারক হোসেন, সিংগারবিল ইউনিয়নের আল আমিন। 

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, ‘বিজয়নগরের ১০ ইউনিয়নে অনেকেই বিদ্রোহী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন। দলের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ করার পরও তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। দলের শৃঙ্খলা ভঙ্গ করায় তাঁদের বহিষ্কার করা হয়েছে।’ 

উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর বিজয়নগর উপজেলার ১০ ইউনিয়নে ভোট।    

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ