হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ছাত্রলীগ কর্মী হত্যা: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি ছাত্রলীগ নেতা ফারাবীর 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন শোভনের বিজয় মিছিলে প্রকাশ্যে ছাত্রলীগ কর্মী আয়াশ রহমান ইজাজকে হত্যার ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জেলা ছাত্রলীগের সদ্য বহিস্কৃত সহসভাপতি হাসান আল ফারাবী জয়। 

গতকাল শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলামের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন ফারাবী। এ সময় আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, আসামি হাসান আল ফারাবী জয়কে নেত্রকোনা জেলার আটপাড়া থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য মতে জেলা সদরের ভাটপাড়া থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।
 
এদিকে আজ রোববার সন্ধ্যা পর্যন্ত নতুন করে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ১০-১৫ জনকে আসামি করা হয়। 

গত ৫ জুন সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ায় চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন শোভনের সমর্থকদের আনন্দ মিছিলে জেলা ছাত্রলীগের সদ্য বহিস্কৃত সহসভাপতি হাসান আল ফারাবি জয় প্রকাশ্যে গুলি করে ছাত্রলীগ কর্মী আয়েশ রহমান ইজাজকে। 

পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে নেওয়ার পথে সে মারা যায়। এক ভিডিওতে দেখা যায় ঘটনার পর জেলা ছাত্রলীগের সহসভাপতি পদ থেকে বহিষ্কৃত হাসান আল ফারাবী জয় তাকে গুলি করে কোমরে পিস্তল গুঁজে ঘটনাস্থল থেকে সরে যাচ্ছেন। এই ঘটনায় নিহত আয়াশ রহমান ইজাজের বাবা মো. আমিনুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ফের গোলাগুলি: যুবক নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে এলোপাতাড়ি গুলিতে আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের ম্যুরালে কালি লেপন

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ২০