হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

বিএনপির সাহেবেরা নকল করতে ওস্তাদ: আইনমন্ত্রী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির সাহেবেরা কিছুই করতে পারেন না, তারা নকল করতে ওস্তাদ।

আজ সোমবার বিকেলে মে দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের মুক্তমঞ্চে উপজেলা শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আনিসুল হক বিএনপির ‘টেক ব্যাক বাংলাদেশ’ স্লোগানের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সাহেব যখন নির্বাচন করেন তখন একটি ইংরেজি স্লোগান দিয়েছেন “টেক ব্যাক আমেরিকা”। আমাদের বিএনপির সাহেবেরা, উনারা কিন্তু নিজেরা কিছু করতে পারে না। তারা নকল করার ওস্তাদ।’

এ সময় আইনমন্ত্রী হাস্যরস করে বলেন, যুক্তরাষ্ট্রের বাইডেনের স্লোগান নকল করে এখন বিএনপি সাহেবেরা বলছেন ‘টেক ব্যাক বাংলাদেশ’। এখন কিন্তু উনারা বলে না বিল্ড বেটার। বিএনপি ওই বক্তব্য নকল করে ‘টেক ব্যাক আমেরিকার পরিবর্তন করে ‘টেক ব্যাক বাংলাদেশ বলে স্লোগান তুলছে’।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বাইডেন কিন্তু বিল্ড বেটারও বলেছিলেন, ‘বিএনপির সাহেবেরা কিন্তু টেক ব্যাক বাংলাদেশ পর্যন্তই সীমাবদ্ধ, যা হাস্যকর বটে।’

বিএনপিকে উদ্দেশে তিনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। এক ইঞ্চি তারতম্য ঘটবে না।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, কসবা পৌরসভার মেয়র এম জি হাক্কানি, জেলা পরিষদের সদস্য এম এ আজিজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ