ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া অভিমুখী তিতাস কমিউটার ট্রেনে ছোড়া ঢিলে জসিম উদ্দিন (৪০) নামে এক ভ্রাম্যমাণ বিক্রেতা (হকার) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং স্টেশনে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ট্রেনের যাত্রী রাব্বি মোল্লা আজকের পত্রিকাকে বলেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবিরতি দিয়ে তিতাস কমিউটার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছেড়ে আসে। প্রায় ১০-১২ মিনিট পর ট্রেনটি পাঘাচং স্টেশনে ঢোকার পথে লোকোমোটিভ (ইঞ্জিন) থেকে পেছনের দিকের ২ নম্বর বগি লক্ষ্য করে বাইরে থেকে ঢিল ছোড়া হয়। এতে জানালার পাশে বসে থাকা হকার জসিম আহত হন। তাঁকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন হকার সমিতির সভাপতি হেবজু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ট্রেনটি আখাউড়ায় আসার পর জসিম উদ্দিনকে চিকিৎসা দেওয়া হয়। তিনি মাথায় আঘাত পেয়েছেন।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, `প্রকৃত অপরাধীকে ধরতে আমাদের লোকজন ওই এলাকায় গেছেন। কারা এবং কেন এগুলো করছে, আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি।'