হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

সরাইলের প্রথম নারী ইউপি চেয়ারম্যান আসমা আক্তার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এবারই প্রথম একজন নারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচিত নারী ইউপি চেয়ারম্যানের নাম মোসাম্মদ আসমা আক্তার। গত রোববার অনুষ্ঠিত তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ১ নম্বর শাহজাদাপুর ইউনিয়ন থেকে তিনি নির্বাচিত হয়েছেন। 

আসমা আক্তার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আরমান মিয়া ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৪৪ ভোট। 

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলী বলেন, ‘আজ পর্যন্ত সরাইলের কোনো ইউনিয়নের নারীকে নির্বাচন করে চেয়ারম্যান হতে দেখিনি। এবারই প্রথম দেখলাম।’ 

বিষয়টি এখন উপজেলা জুড়ে মানুষের মুখে মুখে আলোচনায়। 

আসমা আক্তার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর আগে তিনি তিনবার ইউপির সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন। 

নব-নির্বাচিত চেয়ারম্যান আসমা আক্তার বলেন, ‘জনগণ আমাকে ভালোবেসে নির্বাচিত করেছে। আমি সুখে-দুঃখে তাদের পাশে থেকে সাধ্যমতো কাজ করে যাব ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, এই বিজয়ে নারীরা আরও এক ধাপ এগিয়ে যাবে ও দল শক্তিশালী হবে।’ 

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০