হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

বাসা থেকে বের হতে না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যা তরুণের

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাকে কুপিয়ে হত্যার অভিযোগে আটক ছেলে। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ায় বাসা থেকে বের হতে না দেওয়ায় এক তরুণ তাঁর মাকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার ভোর ৬টার দিকে আখাউড়া উপজেলার আনন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম নাসিমা বেগম। তিনি ওই এলাকার মিজান মোল্লার স্ত্রী। এ ঘটনায় তাঁর ছেলে সিয়াম মোল্লাকে (১৯) নিজেদের হেফাজতে নিয়েছে আখাউড়া থানার পুলিশ।

স্থানীয় দক্ষিণ আখাউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুসা মিয়া বলেন, ‘ভোর ৬টার দিকে খবর পাই মিজান মোল্লার স্ত্রীকে কে যেন কুপিয়ে হত্যা করেছে। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে হত্যাকারী সিয়াম মোল্লাকে গ্রেপ্তার করা হয়।’

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন। তিনি বলেন, ‘সিয়ামকে বাসা থেকে বের হতে দেয়নি তার মা। সেই ক্ষোভের কারণেই মাকে তরকারি কাটার বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমনটাই স্বীকার করে সে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বের করার চেষ্টা করছি।’

তবে নিহত নাসিমার মেয়ে নাদিরা বেগম বলেন, ‘আমার ভাই প্রতিবন্ধী। সে কয়েক দিন পরপর বাসা থেকে হারিয়ে যায়। হারিয়ে গেলে মা খাওয়াদাওয়া বন্ধ করে কান্নাকাটি করে ভেঙে পড়ত। এ জন্য সিয়াম বাসা থেকে যেন যেতে না পারে সব সময় মা নজরে রাখত। আমার ভাই কখনো মাকে খুন করতে পারে না। সে ভয়ে এসব কথা বলতেছে।’

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ফের গোলাগুলি: যুবক নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে এলোপাতাড়ি গুলিতে আহত ৩