হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় আরও ১০ জন গ্রেপ্তার

প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবের ঘটনায় বিভিন্ন এলাকা থেকে দলটির আরও ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশ। তবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আশুগঞ্জ, সরাইল ও সদর মডেল থানার বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দায়ের হওয়া ৫৬ মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৩৪৬ জনে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় তাণ্ডবের সময় ধারণ করা ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে গ্রেপ্তারকৃতদের শনাক্ত করা হচ্ছে। তারা সকলে হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

প্রসঙ্গত, গত ২৬ থেকে ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় চারটি, সরাইল থানায় দুইটি, রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এজহারনামীয় আসামি ৪১৪ জন এবং অজ্ঞাতনামা আরও ৩৫ হাজারের বেশি লোকজনকে আসামি করা হয়েছে।

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা