হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আশুগঞ্জে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে ৭০ জনের নাম উল্লেখসহ আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এরই মধ্যে এই মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার দুপুরে আশুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মফিজ উদ্দিন খান বাদী হয়ে মামলাটি করেছেন। 

জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে আনু সরকারের বাড়ি ও শেয়ালবাড়ির লোকজনের সঙ্গে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে অন্তত চারজন পুলিশ সদস্য ও স্থানীয় এক সাংবাদিক আহত হন। 

এরপর পুলিশ মামলা দায়ের করে। এই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—জরু মিয়ার ছেলে মোখলেছ মিয়া (৪০), হারুন মিয়ার ছেলে সজল মিয়া (২০), ইয়াছিন মিয়ার ছেলে নাহিদুল ইসলাম (২৫) ও ইকবাল মিয়ার ছেলে জীবন (১৯)। গ্রেপ্তার আসামিদের আজ রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া আদালতে নেওয়ার কথা রয়েছে। 

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘পরে যাতে আর সংঘর্ষের ঘটনা না ঘটে, তার জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’ 

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা