হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

বিএসএফের বাধার মুখে আখাউড়া ইমিগ্রেশনের সংস্কারকাজ বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধার মুখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের মেরামত কাজ বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে স্থলবন্দরের ইমিগ্রেশনের ভবন, রাস্তা ও যাত্রীদের টয়লেট মেরামত কাজে বাধা দেয় বিএসএফ। এরপর বিজিবির পরামর্শে মেরামত কাজ বন্ধ রাখে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

স্থলবন্দর ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে আখাউড়া স্থলবন্দরে ইমিগ্রেশনের ভবন, প্রধান রাস্তা ও যাত্রীদের ব্যবহারের জন্য টয়লেটের মেরামত কাজ করছিল গণপূর্ত অধিদপ্তরের তালিকাভুক্ত ঠিকাদার মেসার্স বিজনেস সিন্ডিকেট ইন্টারন্যাশনাল। মঙ্গলবার দুপুরে ইমিগ্রেশনের মেরামত কাজ বন্ধ রাখার জন্য বিজিবিকে জানায় বিএসএফ। পরে বিজিবির পক্ষ থেকে ইমিগ্রেশনে এসে মৌখিকভাবে মেরামত কাজ বন্ধ রাখার জন্য বলে যায়। এরপর থেকে ওই মেরামত বন্ধ রয়েছে। 

এ বিষয়ে ইমিগ্রেশন কর্মকর্তা স্বপন চন্দ্র দাস বলেন, ‘জরাজীর্ণ ইমিগ্রেশন ভবন, রাস্তা ও টয়লেটের মেরামত কাজ করা হচ্ছিল। সকালে বিএসএফ বাধা দিয়েছে বলে বিজিবি এসে আমাদের বলে গেছে। যেন আমরা কাজ বন্ধ রাখি। বর্তমানে কাজ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’ 

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন বলেন, ‘সীমান্তে ১৫০ গজের ভেতরে কোনো কাজ করতে গেলে দু–দেশের সীমান্তবাহিনীর সমন্বয়ে করতে হয়। বিষয়টি আগে থেকে আমাদের জানায়নি ইমিগ্রেশন কর্তৃপক্ষ। যেহেতু দুই দেশের যাত্রীদের সুবিধার্থে এই মেরামত কাজ করা হচ্ছে তাই ২–১ দিনের মধ্যে বিএসএফের সঙ্গে আলোচনা করে আবার ইমিগ্রেশনের মেরামত কাজ শুরু করা হবে বলে আশা করছি।’ 

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা