হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আশুগঞ্জে বালুবোঝাই ট্রাকচাপায় শিশুর মৃত্যু, আহত ২

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বালুবোঝাই ট্রাক চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী অন্তর মনি (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে আশুগঞ্জের তালশহর-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক সড়কের সদর ইউনিয়নের তল্লা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় ওই শিশুর খালাসহ আরও দুজন গুরুতর আহত হন। 

মৃত অন্তর মনি নবীনগর উপজেলার বীরগাঁওয়ের আমতলী পূর্বপাড়া এলাকার সোহেল মিয়ার মেয়ে। সোহেল মিয়া পরিবারসহ আড়াইসিধা ইউনিয়নের ভবানীপুর এলাকায় ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতো। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে বালুবোঝাই একটি ট্রাক আশুগঞ্জ থেকে তালশহরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি আশুগঞ্জ সদর ইউনিয়নের তল্লা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অন্তর মনি অটোরিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে ট্রাকটি তার মাথার ওপর দিয়ে চলে যাওয়ায় ঘটনাস্থলেই সে মারা যায়। 

এ সময় ওই শিশুর খালাসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। পরে এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার পর ট্রাকটির চালক ইকবাল মিয়া পালিয়ে যেতে চাইলে এলাকাবাসী তাঁকে ধরে পুলিশে সোপর্দ করেন। 

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় ট্রাকের চালক ইকবালকে আটক করেছে। মৃতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা