ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিন ট্রাকের সংঘর্ষে সাইদুল ইসলাম (৪৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সাইদুল বগুড়ার শিবগঞ্জ থানার কামতারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। এ ঘটনায় অপর এক ট্রাকচালকও আহত হয়েছেন। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ঢাকামুখী পাথরবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটমুখী আলুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অপর একটি ট্রাকও নিয়ন্ত্রণ হারিয়ে আলুবাহী ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাথরবাহী ট্রাকের চালক সাইদুলের মৃত্যু হয়।
ওসি আরও বলেন, এ ঘটনায় আহত অপর এক চালককে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তার পরিচয় জানা যায়নি।