হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আশুগঞ্জে সিঁধ কেটে ঘরে ঢুকে মা ও ২ শিশুকে কুপিয়ে জখম

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সিঁধ কেটে ঘরে ঢুকে মা ও দুই শিশু সন্তানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন-আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া গ্রামের মনির হোসেনের স্ত্রী আকলিমা (৩৫), তাঁর দুই শিশু সন্তান মোহাম্মদ (৮) ও মারিয়া (৬)। 

স্থানীয় ইউপি সদস্য আব্দুর রউফ বলেন, মনির মিয়া ইটভাটায় শ্রমিকের কাজ করেন। গ্রামের অন্য বাড়িঘর থেকে মনির মিয়ার বাড়িটি কিছুটা দূরে। তাই ইট তৈরির মৌসুম হওয়ায় তিনি ভাটায় থাকেন। বাড়িতে তাঁর স্ত্রী ও দুই শিশু সন্তান থাকত। গতকাল বুধবার দিবাগত রাতে কোনো এক সময় সিঁধ কেটে ঘরের ভেতরে ঢুকে মনিরের স্ত্রী আকলিমা ও দুই শিশু সন্তানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। আজ সকালে এলাকাবাসীর খবরে ঘটনাস্থলে গিয়ে দেখি তিনজনই রক্তাক্ত ও অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে। পরে তাদের দ্রুত উদ্ধার করে জেলা সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আব্দুর রউফ আরও বলেন, তিনজনকেই কুপিয়ে জখম করা হয়েছে। তবে, ঘর থেকে কোনো জিনিস নেওয়া হয়নি। 

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের কাছ থেকে বিস্তারিত জানতে পারলে ঘটনা সম্পর্কে জানা যাবে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার