হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

মা ও ছেলেকে অ্যাসিড নিক্ষেপ, তিনজনের ৮ বছর করে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পারিবারিক কলহের জেরে মা ও ছেলের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় তিনজনকে আট বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। এতে আসামিদের ৩০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়। তাঁরা হলেন নাসিরনগরের ভলাকুট গ্রামের নক্কু খান, উজ্জল খান ও সোহাগ মিয়া। 

আদালত সূত্রে জানা গেছে, ভলাকুট গ্রামের সুমা বেগম স্বামী জহির খানের বিরুদ্ধে নির্যাতনের মামলা করেন। এতে জহিরকে কারাগারে পাঠানো হয়। এর জেরে তাঁর বংশের লোকজন ক্ষুব্ধ হয়ে ২০১৭ সালের ১০ মে সুমা ও তাঁর ছেলে আকাশ খানের ওপর অ্যাসিড নিক্ষেপ করেন। এতে তাঁরা দুজনই আহত হন। এ ঘটনায় সুমা বাদী হয়ে নাসিরনগর থানায় মামলা করেন। আদালত বিচার প্রক্রিয়ার পর তিনজনকে আট বছর করে কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। 

এ বিষয়ে মামলার বাদী সুমা বেগম বলেন, অ্যাসিড নিক্ষেপের মতো ঘৃণ্য কাজের ঘটনায় আদালত আসামিদের যে দণ্ড দিয়েছেন তাতে তাঁরা সন্তুষ্ট। 

মামলায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন বিচার প্রক্রিয়ার পর আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে যে রায় দিয়েছেন তাতে বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছে।

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা