হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

মা ও ছেলেকে অ্যাসিড নিক্ষেপ, তিনজনের ৮ বছর করে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পারিবারিক কলহের জেরে মা ও ছেলের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় তিনজনকে আট বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। এতে আসামিদের ৩০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়। তাঁরা হলেন নাসিরনগরের ভলাকুট গ্রামের নক্কু খান, উজ্জল খান ও সোহাগ মিয়া। 

আদালত সূত্রে জানা গেছে, ভলাকুট গ্রামের সুমা বেগম স্বামী জহির খানের বিরুদ্ধে নির্যাতনের মামলা করেন। এতে জহিরকে কারাগারে পাঠানো হয়। এর জেরে তাঁর বংশের লোকজন ক্ষুব্ধ হয়ে ২০১৭ সালের ১০ মে সুমা ও তাঁর ছেলে আকাশ খানের ওপর অ্যাসিড নিক্ষেপ করেন। এতে তাঁরা দুজনই আহত হন। এ ঘটনায় সুমা বাদী হয়ে নাসিরনগর থানায় মামলা করেন। আদালত বিচার প্রক্রিয়ার পর তিনজনকে আট বছর করে কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। 

এ বিষয়ে মামলার বাদী সুমা বেগম বলেন, অ্যাসিড নিক্ষেপের মতো ঘৃণ্য কাজের ঘটনায় আদালত আসামিদের যে দণ্ড দিয়েছেন তাতে তাঁরা সন্তুষ্ট। 

মামলায় বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন বিচার প্রক্রিয়ার পর আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে যে রায় দিয়েছেন তাতে বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছে।

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা