হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মোস্তফা কামাল। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের হামলায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কালিকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া গ্রামে তাঁর ওপর হামলা চালানো হয়।

নিহত ব্যবসায়ীর নাম মোস্তফা কামাল। তিনি কালিকচ্ছ বর্ডার বাজারে মোবাইল ব্যাংকিং ও কনফেকশনারি ব্যবসা পরিচালনার পাশাপাশি ডেলটা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের কালিকচ্ছ শাখার ফিল্ড অফিসার ছিলেন। তাঁর বাবা সাবেক বিডিআর সদস্য বীর মুক্তিযোদ্ধা মৃত মমিন মিয়া। তাঁদের পৈতৃক নিবাস চাঁদপুরে হলেও তাঁরা কালিকচ্ছ মধ্যপাড়ায় বাড়ি করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন।

পুলিশ ও পরিবারের লোকজন জানান, মোস্তফা মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে তাঁকে একা পেয়ে দুর্বৃত্তরা মাথা ও ঘাড়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে একজন পথচারী তাঁকে সড়কের পাশে পড়ে থাকতে দেখে পরিবারের লোকদের খবর দেন। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে রাতেই সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, ঘটনাটির তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট