হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবি, সংবাদ সম্মেলনে গণপদত্যাগের হুঁশিয়ারি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে টাকার বিনিময়ে পদ বিক্রি করে বিএনপিকে ধ্বংসের পাঁয়তারা করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটির তৃণমূলের কর্মীরা। তৃণমূলের কর্মীদের অভিযোগ, ত্যাগী নেতা–কর্মীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে উপজেলার বাইরের লোকজনকে দলীয় পদ দেওয়া হয়েছে। তৃণমূলের কর্মীদের ভাষ্য অনুযায়ী, জাতীয় পার্টির লোকজনকেও পদে আনা হয়েছে। এছাড়া পদ পেয়েছেন দলের বহিষ্কৃত নেতাদের অনেকেই। এতে তৃণমূল নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। 

তৃণমূলের কর্মীরা বলছেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জিল্লুর রহমানকে কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ তিনি একজন বিতর্কিত ব্যক্তি। তাঁর বিরুদ্ধে এর আগে জুতা ও ঝাড়ু মিছিল পর্যন্ত করা হয়েছে। 

আজ শুক্রবার নবীনগর প্রেসক্লাব কার্যালয়ে এসব বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম। তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। এছাড়া সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফুরকানুল ইসলাম ফুরকান, প্রফেসর সিরাজুল ইসলাম, সাবেক পৌরমেয়র মাঈনুদ্দিন মাঈনু, জিয়াউল হক মুকুল, মফিজুল ইসলাম মুকুল, আমজাদ হোসেন প্রমুখ। 

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিতর্কিত আহ্বায়ক জিল্লুর রহমান টাকার বিনিময়ে বিতর্কিত ব্যক্তিদের দিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করেছেন। কমিটিতে ত্যাগী নেতা–কর্মীদের মূল্যায়ন করা হয়নি। 

অতি দ্রুত এই কমিটি বাতিল না করা হলে উপজেলার ২১টি ইউনিয়নের বিএনপি, যুবদল ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে সম্মিলিতভাবে গণপদত্যাগ করা হবে। দাবি মানা না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।      

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা