হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

পিঠা বিক্রেতার বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে হাজির যুবলীগ নেতা

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

করোনা সংক্রমণ রোধে দেশে চলছে কঠোর লকডাউন। লকডাউনে কাজ না থাকায় অনেকেই মানবেতর জীবন কাটাচ্ছেন। এমনই এক অসহায় ব্যক্তি পিঠা বিক্রেতা ও আওয়ামী লীগের প্রবীণ কর্মী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামের রফিক মিয়া। 

পিঠা বিক্রি করেই তাঁর সংসার চলে। তিনি আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে বসে পিঠা বিক্রি করে থাকেন। লকডাউনে কাজ না থাকায় সংসার চালাতে তিনি হিমশিম খাচ্ছেন। এমন পরিস্থিতিতে তাঁর পাশে দাঁড়িয়েছেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আলামিনুল হক আলামিন। 

মঙ্গলবার রাতে আলামিনুল হক আলামিন তাঁর হাতে খাবার সামগ্রী তুলে দিয়েছেন। খাবার সামগ্রী পেয়ে কান্নায় ভেঙে পড়েন রফিক মিয়া। 

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় রতনপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মো. কাজী ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. এনায়েত উল্লাহ ইমন ও ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ খান প্রমুখ। 

এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি সহ-সম্পাদক আলামিনুল হক আলামিন জানান, রফিক মিয়া আওয়ামী লীগের একজন প্রবীণ কর্মী। তিনি সবার কাছে রফিক ভাই নামে পরিচিত। তাঁর কাছ থেকে অনেক পিঠা খেয়েছি। কৃতজ্ঞতা জানাতে আজ রাতে আমরা তাঁর বাড়িতে গিয়েছিলাম। 

সচ্ছল সকল নেতা-কর্মীকে রফিক মিয়ার পাশে দাঁড়ানোর অনুরোধ করেন তিনি।  
  

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার