হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

পুরস্কার পাচ্ছেন কাঁধে ডাকাত তুলে আনা পুলিশ সদস্যরা

ব্রাহ্মণবাড়িয়া ও নাসিরনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ডাকাতকে গ্রেপ্তার করে কাঁধে করে তুলে আনা সেই পুলিশ সদস্যরা পুরস্কার পাচ্ছেন। তাঁদেরকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আজ সোমবার সকালে তিনি বিষয়টি নিশ্চিত করেন। 

পুরস্কার প্রাপ্ত পুলিশ সদস্যরা হলেন–পুলিশের উপপরিদর্শক (এসআই) রুপন নাথ, উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) কামরুল ইসলাম, পুলিশ সদস্য মো. জাফর ও রানা চন্দ্র দাস। 

গত শুক্রবার (২২ মার্চ) উপজেলার হরিপুরের একটি জমি থেকে জীবন নামের এক ডাকাতকে গ্রেপ্তারের পর কাঁধে করে তুলে আনে পুলিশ। জীবনের বিরুদ্ধে থানায় ডাকাতির একাধিক মামলা আছে। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবনের অবস্থান সম্পর্কে জানতে পারে নাসিরনগর থানা–পুলিশ। জীবনকে গ্রেপ্তারে দায়িত্বে থাকা নাসিরনগর পুলিশের উপপরিদর্শক (এসআই) রূপন নাথ, এএসআই কামরুল ইসলাম ও দুই পুলিশ কনস্টেবলকে নিয়ে হরিপুরে যান। সেখানে গিয়ে দেখেন জীবন তাঁর সঙ্গীদের দিয়ে একটি জমিতে বসে ইয়াবা সেবন করছেন। তখন পুলিশ সদস্যরা সেখানে সাদা পোশাকে অবস্থান নেন। 

একপর্যায়ে পুলিশ সদস্যদের পক্ষে গিয়ে জীবন ও তাঁর সঙ্গীদের কাছে পানি চাওয়া হয়। অবস্থা বুঝে তখন জীবনকে গ্রেপ্তার করে পুলিশ। পরানো হয় হাতকড়াও। কিন্তু পুলিশ কনস্টেবল রানার হাতে কামড় দিয়ে ও ধস্তাধস্তি করে হাতকড়া নিয়েই দৌড়ে পালান জীবন। পরে পুলিশ সদস্যরা ছুটে গিয়ে আবার তাঁকে আটক করেন। একপর্যায়ে এএসআই মো. কামরুল ইসলাম তাঁকে কাঁধে তুলে নেন। কিছু দূর আনার পর তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় করে কড়া পুলিশ পাহারায় নাসিরনগর থানায় নিয়ে আসা হয়। 

ডাকাতকে কাঁধে তুলে আনার ছবি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সবাই এএসআই কামরুলের সাহসিকতার প্রশংসা করেন। এই কাজের জন্য ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার তাঁদেরকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন। 

 এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, ‘প্রতিটি ভালো ও প্রশংসা কাজে আমরা পুরস্কৃত করে থাকি। এই পুরস্কারে যেন অন্যান্য পুলিশ সদস্যরা অনুপ্রাণিত হন, তাই আমরা নাসিরনগরে ডাকাত ধরে প্রশংসিত হওয়া পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছি। আগামী কল্যাণ সভায় তাদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হবে।’

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার