হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

জমি নিয়ে বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যা, আটক ২ 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে খলিলুর রহমান নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল সোমবার রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের নুনাসার গ্রামে এ ঘটনা ঘটে। খলিলুর রহমান ও নিহত আব্দুর রহমান (৫০) ওই গ্রামের আব্দুল কাদির মিয়ার ছেলে। এ ঘটনায় মামলা না হলেও দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম। 

এ নিয়ে ওসি আসাদুল ইসলাম বলেন, ‘জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যার ঘটনা ঘটেছে। এ নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে পরিবার। তবে এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।’ 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বসতবাড়ি ও পুকুরের জায়গা নিয়ে ছোট ভাই খলিলুর রহমানের সঙ্গে বিরোধ চলছিল আব্দুর রহমানের। এ নিয়ে আদালতে একাধিক মামলা রয়েছে। একটি মামলায় খলিলুর রহমানের দুই ছেলেকে আসামি করেন আব্দুর রহমান। এ নিয়ে গতকাল সোমবার পুলিশ ঘটনাস্থলে তদন্ত করতে যায়। এরপর আবার দুই ভাইয়ের মধ্যে এ নিয়ে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। 

পরে গতকাল সন্ধ্যায় মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি আসার পর আব্দুর রহমানের ওপর চড়াও হন খলিলুর রহমান ও তার ছেলেরা। একপর্যায়ে আব্দুর রহমানকে পিটিয়ে গুরুতর আহত করেন তাঁরা। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আব্দুর রহমানকে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে নেওয়া হয় তাঁকে। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহতের স্ত্রী শারমিন আক্তার সুরমা জানান, জমি নিয়ে তাঁদের সঙ্গে অমাদের ২০ বছরের বিরোধ। এ নিয়ে নিয়ে হলিলুর রহমান ও তাঁর ছেলেরা পরিকল্পনা করে আমার স্বামীকে হত্যা করেছেন। আমি তাঁদের বিচার চাই।’

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ফের গোলাগুলি: যুবক নিহত, আহত ২