হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা, পুলিশি পাহারায় তদন্ত

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পাকশিমুল ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগের তদন্ত করেছেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সুমন মিয়া। এ সময় সম্পূর্ণ পুলিশি পাহারায় তদন্ত করেন তিনি। তার সঙ্গে উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জালাল উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।

আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত উপজেলা পাকশিমুল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ তদন্ত করা হয়।

এদিকে তদন্তে ইউপি সদস্যদের অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য লিখিত ও মৌখিক সাক্ষী নেওয়া হয় বলে জানা গেছে। ইউপি চেয়ারম্যানেরও লিখিত মতামত নেওয়া হয়। এ সময় সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ইউপি পরিষদ কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন ছিল। তদন্ত কক্ষে সাংবাদিক অথবা অতিরিক্ত কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর বিভিন্ন অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও অসদাচরণের অভিযোগ তুলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউপি চেয়ারম্যান মো. কাউছার হোসেনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন পরিষদের ১২ জন ইউপি সদস্য। 

অনাস্থা প্রস্তাবে উল্লেখ করা হয়—চেয়ারম্যান কাউছার হোসেন জন্মসনদ বাবদ ৫০ টাকার পরিবর্তে ৩০০ থেকে ৫০০ টাকা, সাব মার্ছিবল টিউবওয়েল প্রদানে সরকার ফি অপেক্ষা করে প্রত্যেক গ্রহীতের কাছ থেকে ১৮ হাজার টাকা, ইম্প্রুভমেন্ট টয়লেটের জন্য ৩০ হাজার টাকা, ওয়ারিশ সনদের জন্য ৫০০ টাকা করে নিয়ে থাকেন।

তবে বিকেল সাড়ে ৫টায় তদন্ত কর্মকর্তা সাংবাদিকদের বলেন, বিশৃঙ্খলা এড়াতে তদন্ত কক্ষে অতিরিক্ত কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ সময় অনেকের লিখিত ও মৌখিক সাক্ষী নেওয়া হয়েছে। আর এই তদন্ত প্রতিবেদন শিগগিরই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হবে। 

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট