প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। মারা গেছেন একজন জন।
এখন পর্যন্ত জেলায় ৩ হাজার ৪৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। ঢাকা থেকে আসা পিসিআর রিপোর্টে ৪৪৩টির মধ্যে ৬৬ জনের শরীরে করোনা পজেটিভ আসে। এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ৩৪ জন।এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়েছে ২ হাজার ৮শ ৯৮ জন রোগী।
সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগ নিয়মিত কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫১ জন।