হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

কবর থেকে এসে ঋণ নিলেন রিয়াজ!

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

কৃষি ব্যাংক নাসিরনগর শাখা। ছবি: আজকের পত্রিকা

রিয়াজ উদ্দিন মারা গেছেন ১২ বছর আগে। তিনি কখনো ব্যাংকেই যাননি অথচ তার নাম-ঠিকানায় কৃষিব্যাংক থেকে ঋণ দেওয়া হয়েছে। ২০২৪ সালে ব্যাংক থেকে অনুমোদন করা কৃষি ঋণ পরিশোধের জন্য সম্প্রতি ওই ব্যক্তির ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী ব্যক্তির পরিবারের সদস্যরা এ নোটিশের চিঠি পেয়ে হতভম্ব হয়ে পড়েন। সম্প্রতি ব্রাহ্মণাবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বাংলাদেশ কৃষি ব্যাংকের নাসিরনগর সদর শাখায় এমন ঘটনা ঘটেছে।

২০২৪ সালের ২৭ জানুয়ারি রিয়াজ উদ্দিনের নামে ১ লাখ টাকার ঋণ এখন সুদে-আসলে হয়েছে ১ লাখ ত্রিশ হাজার টাকা। সেই টাকা পরিশোধের জন্য গত ৩ জুলাই নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বাক্ষরিত চিঠি রিয়াজ উদ্দিনের পরিবারের হাতে আসে।

রিয়াজ উদ্দিনের মেয়ে মাহমুদ বেগম বলেন, `আমার বাবা ২০১৪ সালের ১৫ এপ্রিল মারা গেছেন। আমার জানা মতে তিনি জীবিত থাকা অবস্থায় কোন ঋণ নেননি। এখন ওরা চিঠি নিয়ে আসছে, আমার বাবা কি কবর থেকে এসে ঋণ নিয়েছে? আমি চিঠি রাখতে চাইনি, জোর করে দিয়ে গেছে।’

প্রতিবেশি সাজ্জাদ হোসেন জানান, উনি তো ১২ বছর আগে মারা গেছেন। তাহলে উনি ২০২৪ সালে ঋণ নিল কিভাবে?

সাধারণত বিধি অনুযায়ী কোনো ঋণ অনুমোদনের আগে ব্যাংকের একজন মাঠ কর্মকর্তা ঋণগ্রহীতা ব্যক্তি ও তাঁর কাগজপত্র যাচাই-বাছাই করেন। সবকিছু ঠিক থাকলে তিনি শাখা ব্যবস্থাপকের কাছে ঋণের ব্যাপারে সুপারিশ করে থাকেন। ব্যবস্থাপক আবার যাচাই-বাছাই করে ঋণগ্রহীতার উপস্থিতিতে স্বাক্ষর বা টিপসই নিয়ে ঋণ অনুমোদন করেন।

একাধিকবার ফোন দিয়ে নাসিরনগর কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। কথা হয় ব্যাংকের নাসিরনগর সদর ইউনিয়নের ঋণের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম সাথে। তিনি বলেন, `এখন তো ব্যাংক বন্ধ। আগামী সোমবার রিয়াজ উদ্দিনের মেয়েকে ব্যাংকে আসতে বলেন।’

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিনা নাসরিন বলেন, `এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আশা করি, কোন নিরপরাধ মানুষ হয়রানি হবে না।’

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার