হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

মনোনয়নের আশায় চাকরি ছেড়ে দু-কূলই হারালেন প্রধান শিক্ষক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে সরকারি চাকরি থেকে অব্যাহতির আবেদন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আলোচনার জন্ম দেওয়া সেই শিক্ষকের ভাগ্যে জোটেনি নৌকার মনোনয়ন। তবে বিষয়টি নিয়ে তিনি বিচলিত নন বলে জানিয়েছেন তিনি। এদিকে তাঁর চাকরির অব্যাহতিপত্র জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার আশুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুল হুদা। তিনি নৌকা প্রতীকে উপজেলার ৬ নম্বর বুড়িশ্বর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। 

জানা যায়, প্রধান শিক্ষক পদ থেকে অব্যাহতি চেয়ে গত ৩০ সেপ্টেম্বর নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে আবেদন করেন কামরুল হুদা। তিনি ৬ নম্বর বুড়িশ্বরে ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তির আবেদনপত্র সংগ্রহ করে জমা দেন। গত মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জন প্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভায় প্রার্থীর নাম ঘোষণা করা হয়। সেখানে ওই আসনে দলীয় মনোনয়ন পাননি প্রধান শিক্ষক মো. কামরুল হুদা। মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের ইউনিয়ন সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান এটিএম মোজাম্মেল হক সরকার মুকুল। 

প্রধান শিক্ষক মো. কামরুল হুদা বলেন, 'দলের সিদ্ধান্ত মেনে নিয়েছি। সিদ্ধান্ত মেনে আমি স্বতন্ত্র নির্বাচনও করব না। আমি শিক্ষকতা পেশায় দীর্ঘ ৩০ বছর আছি। আশুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত পাঁচ বছর দায়িত্ব পালন করেছি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আমি চাকরি থেকে অব্যাহতি পেতে আবেদন করেছিলাম।' 

এই ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল মিয়া জানান, 'অব্যাহতি পত্রটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠানো হয়েছে। আবেদনের প্রেক্ষিতে সিদ্ধান্ত অনুযায়ী চিঠি পাঠানো হবে।' 

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা