হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

টিকার দুই ডোজ নেওয়া থাকলে ভারত যেতে লাগবে না করোনা রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতে যাতায়াতে করোনা রিপোর্ট প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশ প্রত্যাহার করে নেয় গত সোমবার থেকে আর গতকাল বুধবার করে নেয় ভারতের ত্রিপুরা। এর ফলে বুধবার থেকে এই চেকপোস্ট দিয়ে চলাচলকারী যাত্রীদের আরটি-পিসিআর রিপোর্ট লাগবে না। 

তবে তাদের করোনার দুই ডোজ টিকার সনদ থাকতে হবে। যাদের দুই ডোজ টিকার সনদ নেই তাদের জন্য আরটি-পিসিআর রিপোর্ট প্রযোজ্য হবে। আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল হামিদ এই তথ্য জানিয়েছেন। 

পুলিশ কর্মকর্তা আব্দুল হামিদ জানান, এর আগে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এই বিষয়ে নির্দেশনা জারি করে। যা গত সোমবার থেকে কার্যকর হয়েছে। ত্রিপুরার পরিবার কল্যাণ অধিদপ্তর এবং ত্রিপুরা সরকারের নির্দেশনায় গতকাল বুধবার থেকে এই নির্দেশ কার্যকর হচ্ছে। 

ইমিগ্রেশন কর্মকর্তা জানান, এখন প্রতিদিন গড়ে প্রায় সাড়ে তিন শ যাত্রী চলাচল করছেন। গত দুই দিন ভারত থেকে আগত যাত্রীদের শুধু করোনার দুই ডোজ টিকার সনদ দেখা হয়েছে। এখন বাংলাদেশ ও ভারতে যাতায়াতে দুই ডোজ টিকা সনদ থাকলেই চলবে। তবে টিকার এক ডোজ নেওয়া থাকলে আরটি-পিসিআর সার্টিফিকেট লাগবে। 

তবে খুব শিগগিরই দুই দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ভ্রমণ ভিসা চালু হবে বলে আশা প্রকাশ করেন আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ। 

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা