হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

বিএনপি-জামায়াত জঙ্গি সংগঠনগুলোকে মদদ দিচ্ছে: আইনমন্ত্রী 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিএনপি-জামায়াত জঙ্গি সংগঠনগুলোকে মদদ দিয়ে যাচ্ছে, তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে।’ 

আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের নবনির্মিত বনগজ সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আনিসুল হক বলেন ‘বিএনপি-জামায়াত যদি সন্ত্রাস করে বাংলাদেশের অর্জন নষ্ট করতে চায়, তাহলে আইনের মাধ্যমে কঠোর হস্তে দমন করা হবে। আমরা কোন সন্ত্রাস সহ্য করব না। আমরা উন্নয়নের পথে হাঁটছি, পেছনের দিকে নিয়ে যাওয়া যাবে না। যারা পেছন দিকে নেওয়ার চেষ্টা করবে–তাদের বিরুদ্ধে আমরা আইনের মাধ্যমে ব্যবস্থা নেব।’ 

আইনমন্ত্রী বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতারা হত্যা করে রাজনীতি করতেন। বাংলাদেশের মানুষ তাদের চিনে ফেলছে, তারা আর সেই খেলা খেলতে পারবেন না। এখন দেশের মানুষ বাংলাদেশের ভাগ্য নিয়ন্ত্রণ করবে।’ 

তিনি আরও বলেন, ‘৭ জানুয়ারি দেশের মানুষ ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। এই জনপ্রতিনিধিরাই দেশের মানুষের সেবা করবে, সেটাই ম্যান্ডেট এবং সেটাই হবে।’ 

পরে স্থানীয় বনগজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন আইনমন্ত্রী। বীর মুক্তিযোদ্ধা মো. শানু মিয়ার সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা