হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় দ. আফ্রিকা ফেরত ৭ প্রবাসীকে নিয়ে শঙ্কা, একজনকে খুঁজছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া ও বাঞ্ছারামপুর প্রতিনিধি

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ায় দক্ষিণ আফ্রিকা ফেরত সাতজনের বাড়িতে লাল পতাকা টাঙানোর সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। সেই সঙ্গে তাঁদের হোম কোয়ারেন্টিনে রাখারও সিদ্ধান্ত হয়েছে।

আজ সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা-খাঁন। 

বৈঠকে আখাউড়া স্থলবন্দরে কড়াকড়িভাবে স্বাস্থ্য পরীক্ষা ও যাত্রী পারাপারসহ বাড়তি নজরদারির কথা বলা হয়। 

সভা সূত্রে জানা যায়, সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে সাতজন প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া এসেছেন। তাঁদের মধ্যে বাঞ্ছারামপুর উপজেলায় একজন, কসবা উপজেলায় তিনজন, নবীনগর উপজেলায় একজন ও সদর উপজেলার দুজন রয়েছেন। 

সভায় উপস্থিত ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন একরাম উল্লাহ বলেন, ‘সভায় করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে আলোচনা হয়। এ সময় প্রবাসফেরত সবাইর কোয়ারেন্টিন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। দক্ষিণ আফ্রিকা ফেরত সাতজনের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপজেলার ইউএনওদের নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁরা ওই সাতজনের বাড়ি লাল পতাকা দিয়ে চিহ্নিত ও হোম কোয়ারেন্টিন নিশ্চিত করবেন।’ 

এদিকে বাঞ্ছারামপুর উপজেলায় ওমিক্রন আক্রান্ত সন্দেহে দক্ষিণ আফ্রিকা ফেরত জনৈক আতিকুর রহমানকে (৪৮) খুঁজছে প্রশাসন। তিনি গত ১৬ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে বাঞ্ছারামপুর আসেন। তাঁর ব্যবহৃত ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। 

বাঞ্ছারামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও রঞ্জিত বর্মণ আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি ১৬ নভেম্বরে সাউথ আফ্রিকা থেকে ফেরেন। তাঁকে আমরা খুঁজে পাচ্ছি না। তাঁর ১৫ দিন কোয়ারেন্টিনে থাকার কথা ছিল। আমরা পুলিশের কাছে তথ্য দিয়েছি। পুলিশ খুঁজে বের করবে। তাঁকে খুঁজে পেলে তাঁর বাড়িতে লাল নিশান টাঙানো হবে।’

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা