ব্রাহ্মণবাড়িয়ায় করোনায় আক্রান্ত আরও ছয়জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও নিজ বাড়িতে তাঁদের মৃত্যু হয়। এ সময়ের মধ্যে নতুন আরও ৪১৩ জন আক্রান্ত হয়েছেন। আজ বুধবার সকালে জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
মৃতদের মধ্যে দুজনের বাড়ি সদর উপজেলায়, নবীনগর তিনজন ও আরেকজনের বাড়ি আখাউড়া উপজেলায়। এ ছাড়াও জেলায় নতুন করে আরও ৪১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাপ্ত করোনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী সংক্রমণের হার ৪১ দশমিক ৩৪ শতাংশ।
এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ জানান গত ২৪ ঘণ্টায় ব্রাহ্মণবাড়িয়া মারা গেছে ৬ জন। সব মিলিয়ে ব্রাহ্মণবাড়িয়া মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১১৬ জন।