হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নাসিরনগরের প্রথম নারী ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস

ব্রাহ্মণবাড়িয়া ও নাসিরনগর প্রতিনিধি

টানা চারবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের ৭,৮ ও ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন পুতুল রানী দাস। তিনি এবার নৌকা প্রতীকে নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর ফলে প্রথম নারী চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পেলেন নাসিরনগর সদর ইউনিয়ন। আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে নৌকা প্রতীকে ৪ হাজার ৮৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্রপ্রার্থী রফিজ মিয়া ‘চশমা’ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৫৭ ভোট। 

নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য পুতুল রানী দাসের নাম কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে সুপারিশ করে পাঠায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। তবে প্রথমে তাঁকে মনোনয়ন না দিয়ে বর্তমান চেয়ারম্যান আবুল হাশেমকে মনোনয়ন দেওয়া হয়। 

আবুল হাশেম বহুল আলোচিত নাসিরনগর সাম্প্রদায়িক হামলা মামলার চার্জশিটভুক্ত আসামি। সে জন্য তাঁকে মনোনয়ন দেওয়ায় তীব্র সমালোচনা শুরু হয়। পরবর্তীতে হাশেমের মনোনয়ন বাতিল করে পুতুল রানী দাসকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়। 

নির্বাচনে বিজয়ী হওয়ার পর পুতুল রানী দাস বলেন, প্রথমবারের মতো চেয়ারম্যান হয়েছি। আবার নাসিরনগর সদরেরও প্রথম নারী চেয়ারম্যান। এ আনন্দ-অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আমার ওপর আস্থা রেখে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা