হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

শীতের আগমনে লেপ-তোশকের বিক্রি বেড়েছে

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকৃতিতে বইছে হিমেল হাওয়া। শীতের আগমনে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ব্যস্ত হয়ে পড়েছেন লেপ তৈরির কারিগররা। এলাকাবাসীরা ভিড় জমাচ্ছেন লেপ-তোশকের দোকানে। এতে বিক্রি বেড়েছে লেপ তোশকের। সারা বছর অলস সময় পার করলেও এখন রাত জেগেও কাজ করতে হয় কারিগরদের। 

এলাকা সূত্রে জানা যায়, উপজেলার হাওরাঞ্চলে অবস্থিত অরুয়াইল বাজারের লেপ তোশকের দোকানে এখন প্রতিদিন ১০ / ১২টি লেপ তোশক তৈরি হচ্ছে। তবে লেপের কাপড়, ফোম ও মজুরি গত বছরের তুলনায় এ বছর বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। এখানে চার-পাঁচ হাত মাপের তৈরি লেপ ১০০০ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। 

এ বিষয়ে অরুয়াইল বাজারের লোপাড়া বেডিং স্টোরের স্বত্বাধিকারী মো. আল আমিন বলেন, ‘আমাদের এই লেপ তোশকের দোকানের বয়স প্রায় ৫০ বছর। আমার বাবা এ কাজ করতেন। বাবা এখন বৃদ্ধ হয়ে গেছেন। কর্মচারী নিয়ে দোকানটি এখন আমিই পরিচালনা করি। লেপ তোশকের ব্যবসা আগের চেয়ে অনেক খারাপ। আমার বাবা এই ব্যবসা দিয়ে অনেক কিছু করেছেন। আমি এই ব্যবসা থেকে কিছুই করতে পারিনি। শুধু খেয়ে পরে কোন রকমে বেঁচে আছি। কারণ লেপের জায়গা দখল করেছে বিদেশি কম্বল। ইচ্ছে না থাকা সত্ত্বেও সংসারের প্রয়োজনে এ ব্যবসা ছেড়ে অন্য কোন ব্যবসা করব ভাবছি।’  

লেপ তোশক তৈরির কারিগর মো. হারুন মিয়া বলেন, ‘আমি ১০ বছর যাবৎ লেপ তোশকের কারিগর হিসেবে কাজ করে আসছি। এ পেশায় এখন কদর কম। অনেক কষ্ট করে কাজটি শিখেছি তাই এ পেশা ছেড়ে অন্য পেশায় যেতে মন চায় না। আমাদের পরিবারে আমিই এ পেশায় আছি।’  

কারিগর তফসির বলেন, ‘শীত আসার আগেই মানুষ লেপ তোশক বানাতে শুরু করে দিয়েছে। তাই আমরাও ব্যস্ত সময় পার করছি। শীত বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসা আরও বৃদ্ধি পাবে। মনে হয় এ বছর আয় রোজগার ভালোই হবে।’

অরুয়াইল বাজারে কথা হয় লেপ তোশক কিনতে আসা সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের বরইচারা গ্রামের লিয়াকত আলীর সঙ্গে। তিনি বলেন, ‘আমি শুধু তোশক বানাতে এসেছি। আমার ছেলে বিদেশ থেকে দুটি কম্বল পাঠিয়েছে। তাই লেপের দরকার নেই। লেপের চেয়ে শীতে কম্বল অনেক আরামদায়ক। তা ছাড়া তুলা, কাপড় ও কারিগরের মজুরি অনেক বেশি। তাই টেকসই ও দামের দিক দিয়ে লেপের চেয়ে কম্বল অনেক ভালো।’ 

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা