ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় খড় শুকানোকে কেন্দ্র করে কাশেম মিয়া (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছে। কাশেমকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাই আনোয়ার হোসেনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কাশেম তেলিকান্দি গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে। অভিযুক্ত আনোয়ার হোসেন ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তিনিও একই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে কাশেমের ছোট বোন টুনি তেলিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটে খড় শুকাতে গেলে তাঁর চাচাতো ভাই আনোয়ার গালিগালাজ করেন। ওই জমি নিয়ে দুই পরিবারের মধ্যে মামলা চলছে।
এরই জেরে সন্ধ্যায় কাশেমের সঙ্গে আনোয়ারের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কাশেমকে ছুরিকাঘাত করেন আনোয়ার। এতে ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়।
এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিসুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।