হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

সরাইলে খড় শুকানো নিয়ে চাচাতো ভাইকে খুন

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় খড় শুকানোকে কেন্দ্র করে কাশেম মিয়া (৪৫) নামে এক ব্যক্তি খুন হয়েছে। কাশেমকে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচাতো ভাই আনোয়ার হোসেনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাশেম তেলিকান্দি গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে। অভিযুক্ত আনোয়ার হোসেন ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। তিনিও একই গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে কাশেমের ছোট বোন টুনি তেলিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটে খড় শুকাতে গেলে তাঁর চাচাতো ভাই আনোয়ার গালিগালাজ করেন। ওই জমি নিয়ে দুই পরিবারের মধ্যে মামলা চলছে।

এরই জেরে সন্ধ্যায় কাশেমের সঙ্গে আনোয়ারের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কাশেমকে ছুরিকাঘাত করেন আনোয়ার। এতে ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিসুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা