হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

নবীনগরে ১১ বছর পর যুবদলের আবারও আহ্বায়ক কমিটি গঠন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখা ও পৌর শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। প্রায় এক যুগ পরে নতুন কমিটিতে নেতাকর্মীদের আনন্দ-উল্লাস করতে দেখা গেছে। আবার কিছু নেতাকর্মী পদ-পদবি না পেয়ে সমালোচনার ঝড় তুলছেন। 

সোমবার রাতে নতুন কমিটির খবরে পৌর শহরে নেতাকর্মীদের আনন্দ-উল্লাস করতে দেখা যায়। নবীনগর উপজেলা যুবদলের ঘোষিত কমিটি নবীনগর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. এমদাদুল বারীকে আহ্বায়ক করে নবীনগর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আসাদুজ্জামান দুলালকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু কাউসারকে সদস্যসচিব করে তিন সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয়।

একই দিনে ভিন্ন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মোহাম্মদ আলী আযমকে আহ্বায়ক, মো. গোলাম মাওলা ভূঁইয়াকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ ইমাম হোসেন অনিককে সদস্যসচিব করে পৌর যুবদলের আংশিক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। 

দীর্ঘ এক যুগ পর উপজেলা যুবদলের কমিটি পাওয়ায় আনন্দিত তৃণমূল যুবদলের নেতাকর্মীরা। ২০১১ সালে তিন মাস মেয়াদি ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করেছিল নবীনগর উপজেলা যুবদল। মেয়াদোত্তীর্ণ হয়ে এই ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি দীর্ঘ ১১ বছর উপজেলা যুবদলের দায়িত্ব পালন করে। 

নবীনগর যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটিকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির সদস্য কাজী নাজমুল হোসেন তাপস। 

এদিকে উপজেলা বিএনপিকে চাঙা করতে দীর্ঘদিন পর গত সপ্তাহে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। অ্যাডভোকেট এম এ মান্নানকে আহ্বায়ক, মো. নাজমুল করিমকে সদস্যসচিব করে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। 

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা