ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল চাপা দিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। এই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আরমান মিয়া (৩২) নামের ওই ব্যক্তি নিহত হয়েছেন। বাস যাত্রীদের কোনো ক্ষতি হয়নি বলে জানা গেছে। আজ শনিবার বেলা সোয়া একটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান মিয়া নরসিংদী জেলার বেলাব উপজেলার আলফাজ উদ্দিনের ছেলে।
এই বিষয়ে খাঁটি হাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু বলেন, ‘হবিগঞ্জে মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার কাউতুলীগামী দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে খাদে পড়ে যায়। বাসে কয়েকজন যাত্রী ছিল, তাঁরা কেউ হতাহত হননি। এ সময় সড়কের পাশে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা এক যুবককে বাসের চাপায় নিহত হয়। মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’