ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে ছিনতাই করে পালানোর সময় দুজনকে গ্রেপ্তার করেছে আখাউড়া থানার পুলিশ। গতকাল শুক্রবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার নারায়ণপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো আখাউড়া পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার রাধানগর গ্রামের মো. আরিফ মিয়ার ছেলে সাইদুল ইসলাম পাপ্পু (৩৫) ও শান্তিনগর এলাকার মো. আরু মিয়ার ছেলে আল আমিন (২৩)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে একটি প্রাইভেট কার, ছিনতাই করা ছয়টি ফোনসেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে আখাউড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ডিবি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে খরমপুর কেল্লা বাবার মাজার জিয়ারত করতে আসা লোকদের কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করে প্রাইভেট কারযোগে পালানোর সময় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ছিনতাই করা ছয়টি মোবাইল ও ছিনতাই সংঘটনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। পরে তাঁদের নামে আখাউড়া থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।