হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে নিরাময়কেন্দ্রের কর্মী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে রাজীব পাল (৩০) নামে মাদক নিরাময়কেন্দ্রের এক কর্মী নিহত হয়েছেন। আজ রোববার রাত ৮টার দিকে জেলা শহরের কাজীপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রাজীব শহরের ফুলবাড়ীয়া এলাকার প্রয়াস মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের কর্মী ছিলেন। তিনি নারায়ণগঞ্জের ভুলতার কে. সি. পালের ছেলে। 

ঘটনার পর থেকেই অভিযুক্ত রনি (৩২) পলাতক রয়েছেন। এ ঘটনায় রাশেদ (২৬) নামে মাদক নিরাময়কেন্দ্রের আরেক কর্মী আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। রাশেদ জেলা শহরের ভাদুঘর এলাকার কুতুব মিয়ার ছেলে। 

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, কাজীপাড়া মহল্লার ধোপাবাড়ি মোড় এলাকার সানু মিয়ার ছেলে রনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। রোববার সন্ধ্যায় সানু মিয়া তার ছেলেকে বাড়ি থেকে নিয়ে যাওয়ার জন্য প্রয়াস মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে যান। পরে রনিকে নেওয়ার জন্য তার বাড়িতে যান মাদক নিরাময়কেন্দ্রের দুই কর্মী রাজীব ও রাশেদ। কিন্তু রনি পুনর্বাসন কেন্দ্রে যেতে না চেয়ে ক্ষুব্ধ হয়ে রাজীব ও রাশেদকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় রাশেদ ও রাজীবকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করেন। 

মোজাম্মেল হোসেন রেজা আরও বলেন, ঘাতককে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। 

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা