হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ভাতিজার কোলে চড়ে ভোট দিলেন চাচা 

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নব্বইয় বছরের বৃদ্ধ আবদুল কুদ্দুস। তিনি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধর্মপুর গ্রামের বাসিন্দা। বয়সের ভারে হাঁটা-চলা করতে পারে না। তাই ভাতিজার কোলে চড়ে ভোট দিতে কেন্দ্রে যান তিনি। ভোট দিতে পেরে আনন্দিত এই বৃদ্ধ। আজ বুধবার বিকেলে উপজেলার খাড়েরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

আবদুল কুদ্দুস বলেন, ‘ভাবিনি জীবনের শেষ প্রান্তে এসে অসুস্থ শরীর নিয়ে ভোট কেন্দ্রে যেতে পারব। আমারও ইচ্ছে ছিল জীবনে প্রথম ইভিএমে ভোট দেওয়ার। ভাতিজাদের সাহায্যে ভোটকেন্দ্র গেলাম এবং ভোট দিলাম। পছন্দের প্রার্থীকেই ভোট দিয়েছি।’

ভাতিজা খাইরুল ইসলাম বলেন, ‘চাচা অনেক বছর শিক্ষকতা করেছেন। শেষ বয়স হলেও চাচার ভোটাধিকার প্রয়োগ করাতে পেরে চাচাও খুশি এবং আমরাও তৃপ্ত।’

কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সকাল থেকে ইভিএমে ভোটগ্রহণ হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট হওয়ায় এই প্রবীণ শিক্ষক অসুস্থ শরীর নিয়ে ভোট দিতে কেন্দ্রে এসেছেন।

খাড়েরা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, সাধারণ সদস্য পদে ২৯ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নয়টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিভিন্ন কেন্দ্র ভোট গণনা চলে।

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা