ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-১৪। এ সময় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব।
আটককৃতরা হলেন-মো. শফিকুল ইসলাম (৩০), মো. শামীম মিয়া (১৯), মো. ছাইদুল ইসলাম (৪১)। বাকি দুজনের নাম পাওয়া যায়নি।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার ঢাকা-সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের ওপর অভিযান চালানো হয়। এ সময় ২২ কেজি গাঁজা, ২৩ বোতল ফেনসিডিল,১টি পিকআপ, মাদক বিক্রয়ের নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় র্যাব-১৪ এর নায়ক সুবেদার তহরুল ইসলাম বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা করেন।