হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

প্রেমিকের বাড়িতে কিশোরীর অবস্থান, অপহরণ মামলায় যুবক কারাগারে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তৃতীয়বারের মতো প্রেমিকের বাড়িতে কিশোরীর অবস্থানের ঘটনায় সাকিবুল ইসলাম (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে নবীনগর থানা-পুলিশ। আজ সোমবার দুপুরে কিশোরীর মায়ের দায়ের করা অপহরণ মামলায় আদালতে মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। 

সাকিব উপজেলার লাউরফতেহপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। 

সাকিবের পরিবারের দাবি, ওই কিশোরীর সঙ্গে সাকিবের চার বছরের সম্পর্ক রয়েছে। এর আগেও দুই বার সে নিজেই এ বাড়িতে এসেছে। দুবারই তাকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এবারও কিশোরীর পরিবার একাধিকবার এসে তাকে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু সে যায়নি। পরে স্থানীয় হুজুর দিয়ে তাদের বিয়ে পড়ানো হয়। তবে মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় কাবিন হয়নি। 

ওই কিশোরী এই বছর স্থানীয় একটি স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। কিশোরী বলে, ‘দীর্ঘদিন ধরে সাকিবুল ইসলামের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। সাকিবুলের পরিবার আমাদের সম্পর্ক মেনে নিলেও আমার পরিবার তা মেনে নিচ্ছে না। পারিবারিকভাবে আমাকে অন্যত্র বিয়ের জন্য চাপ দিতে থাকে। তাই আমি নিজের ইচ্ছায় সাকিবুলের বাড়িতে এসে বিয়ের জন্য অনশন করেছি।’ 

সাকিবের মা ফেরদৌসি বেগম বলেন, ‘আমরা চাই বিষয়টি সামাজিকভাবে সমাধান হোক।’ 

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, ওই কিশোরী প্রেমিকের বাড়িতে অনশনে গেলে তাঁর পরিবার থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে প্রেমিকসহ কিশোরীকে পুলিশ থানায় নিয়ে আসে। এ ঘটনায় রোববার রাতে কিশোরীর মা একটি মামলা করেছেন। 

ওসি আরও জানান, মামলায় বাদী অভিযোগ করেন তাঁর মেয়েকে অপহরণ করে নিয়ে গেছেন সাকিব। মামলায় সাকিবকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠালে আদালত তাঁকে কারাগারে পাঠান। 

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ের দাবিতে প্রেমিক সাকিবুল ইসলামের (২০) বাড়িতে অনশনে বসে ওই কিশোরী। গত শনিবার দুপুর থেকে উপজেলার লাউর ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে। এই খবরে সাকিবুল বাড়িতে ভিড় জমায় মানুষ। 

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা