হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

পুলিশ সদস্যকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৩৬

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতের ঘটনায় ৩৬ জনকে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা-পুলিশ। মাদকবিরোধী অভিযানে গেলে গতকাল শুক্রবার রাতে আখাউড়া থানার পুলিশ সদস্য খাইরুল ইসলামের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মাদক কারবারিরা। এর পর থেকে পুলিশ অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম। 

তিনি আজকের পত্রিকাকে বলেন, আমাদের পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তারকৃতরা সবাই মাদক কারবারি। তাদের প্রত্যেকের নামেই মাদকের মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়,  গতকাল শুক্রবার রাতে আখাউড়া থানা-পুলিশের একটি দল উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে মাদকবিরোধী অভিযানে যায়। শিবনগর এলাকায় অভিযান চালানোর সময় মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ সদস্য খাইরুল ইসলামের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মাদক কারবারিরা। পরে গুরুতর অবস্থায় খায়রুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আমি না বললে এখান থেকে বের হতে পারবেন না, স্যার— ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা

স্বতন্ত্রের চাপে বিএনপি

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা