দাওয়াতে ঈমানী বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ইসলামিক বক্তা মাওলানা মুফতি গিয়াস উদ্দিন আত্ তাহেরীর নেতৃত্বে বের হওয়া জশনে জুলুসে বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে দাওয়াতে ঈমানী বাংলাদেশের কর্মীদের ধাক্কাধাক্কি হয়।
আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ভাদুঘর শাহী মসজিদ থেকে বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় পুলিশের বাধার মুখে ভাদুঘর বাস টার্মিনালে এসে শেষ হয়।
ভাদুঘর বাস টার্মিনাল থেকে জেলা শহরে প্রবেশ করতে চাইলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এতে কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকে।
এ বিষয়ে জানতে দাওয়াতে ঈমানী বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মুফতি গিয়াস উদ্দিন আত্ তাহেরীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘জশনে জুলুসের নিরাপত্তায় পুলিশ ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য পুলিশ সতর্ক অবস্থায় ছিল।’
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস, দোয়া ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার সকালে জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ভাদুঘর শাহী মসজিদ থেকে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এবং বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।