হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়া ইমিগ্রেশনে পুলিশের বাড়তি সতর্কতা, সীমান্তে কঠোর নজরদারিতে বিজিবি 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে ভারতগামী যাত্রী পারাপারে বাড়তি সতর্কতা এবং সীমান্তে কঠোর নজরদারিতে রয়েছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার দুপুরে আখাউড়া ইমিগ্রেশনে খোঁজ নিয়ে জানা গেছে, দেশের চলমান পরিস্থিতিতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ও টকশোর আলোচকদের দেশত্যাগে অঘোষিত নিষেধাজ্ঞা চলছে। এ কারণে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের বাড়তি সতর্কতা নিয়েছে।

ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই করে ইমিগ্রেশন কাজ সম্পন্ন করে তবেই ভারত গমন করার অনুমতি দিচ্ছেন। সন্দেহ হলে তাঁকে ফেরত পাঠাচ্ছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

অপরদিকে সীমান্তে বিজিবি জওয়ানরাও নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছেন। বাড়তি সতর্কতার পাশাপাশি ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

ঢাকার যাত্রাবাড়ী থেকে আসা ভারতগামী যাত্রী সাফকাত হোসেন, হবিগঞ্জের মাসুমবিল্লাহ ও এনায়েত হোসেনসহ একাধিক যাত্রী বলেন, তাঁরা ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারত ভ্রমণে আখাউড়া ইমিগ্রেশনে আসেন। কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিভিন্ন খোঁজখবর নিয়ে তাঁদের যেতে দেয়নি। যদিও একই ভিসায় এ পথেই একাধিকবার ভারত গমন করেছেন।

কুমিল্লা থেকে আসা ভারতগামী যাত্রী মায়শারা জাহান চৌধুরী বলেন, ‘আমি কলকাতায় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। ছুটি শেষে বাবাকে সঙ্গে নিয়ে কলকাতায় যাওয়ার উদ্দেশে আখাউড়া ইমিগ্রেশনে আসলে আমাকে যেতে কোনো বাধা না দেওয়া হয়নি। কিন্তু আমার বাবা মুর্শেদ চৌধুরীর বিষয়ে অনেক যাচাই-বাছাই করা হয়।’

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ওসি খাইরুল আলম বলেন, বাংলাদেশ থেকে পাসপোর্ট ভিসাধারী ভারতগামীদের সঠিকভাবে পর্যবেক্ষণ করার পরই অনুমতি দেওয়া হচ্ছে। এ ব্যাপারে ইমিগ্রেশন ডেস্কে দায়িত্বশীল কর্মকর্তারাও অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রতিটি পাসপোর্ট যাচাই করে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।

বর্ডার গার্ড বাংলাদেশ ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবেদ বিন জব্বার বলেন, সীমান্তে নিরাপত্তাব্যবস্থা বিজিবি জওয়ানরা সতর্কাবস্থায় রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০