হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল: অপ্রীতিকর ঘটনা ঘটেনি ব্রাহ্মণবাড়িয়ায়

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

কোপা আমেরিকার ফাইনাল খেলায় রোববার ভোরে ব্রাজিলকে ১-০ গোলে পরাজিত করে আর্জেন্টিনা জয়লাভ করে। সুদূর দক্ষিণ আমেরিকায় এই খেলা অনুষ্ঠিত হলেও ব্রাহ্মণবাড়িয়া জেলায় এ নিয়ে ছিল ব্যাপক উত্তেজনা। সম্প্রতি ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটে। তাই এই ফাইনালকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে অগ্রিম অতিরিক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। 

জেলায় আজ রোববার ভোর ৫টা থেকে মাঠে পুলিশ ছিল। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ব্রাহ্মণবাড়িয়ায় ঘটেনি। এতে স্বস্তি প্রকাশ করেছেন জেলা পুলিশের কর্মকর্তারা।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মো. শাহিন বলেন, ‘কোপা আমেরিকা ফাইনাল খেলা শেষে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি। পূর্বপ্রস্তুতি অনুযায়ী পুলিশ সতর্ক অবস্থায় মাঠে ছিল। এখন পর্যন্ত পরিস্থিতি ঠিক আছে। আজও পুলিশ সতর্ক অবস্থানে থাকবে।’

কোপা আমেরিকা ফাইনাল খেলা নিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে শনিবারই মাইকিং করে সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে ফাইনাল খেলা যেন খোলা জায়গায় বড় স্ক্রিনে, কোন ক্লাবে বা চায়ের দোকানে দেখার আয়োজন না করে, সে বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছিল। খেলা শেষে বিজয় মিছিল করার নিষেধাজ্ঞা থাকলেও আর্জেন্টাইন সমর্থকদের আনন্দ মিছিল করতে দেখা যায়। 

উল্লেখ্য, গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে নোয়াব মিয়া (৬০) নামে এক ব্যক্তি আর্জেন্টিনার সমর্থক মো. জীবন ও তার সঙ্গীদের দ্বারা হামলার শিকার হন। নোয়াবের ভাতিজা রেজাউল ব্রাজিলের সমর্থক। খেলা নিয়েই রেজাউল ও জীবনের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরেই রেজাউলের চাচাকে মারধর করেন জীবন ও তাঁর সঙ্গীরা। এ ঘটনায় পাল্টা হামলা হিসেবে ওই দিন রাতেই জীবনের তিন সঙ্গীকে ধরে মারধর করে ব্রাজিল–সমর্থকেরা। বিষয়টি নিয়ে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। 

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ফের গোলাগুলি: যুবক নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে এলোপাতাড়ি গুলিতে আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের ম্যুরালে কালি লেপন

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ২০