হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকলেন নারী, পরে গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট

আখাউড়া প্রতিনিধি 

স্বর্ণালংকার লুট করে পালানোর সময় সাইফুল ইসলাম শাহীন এবং তাঁর স্ত্রী পরিচয় দেওয়া সুমাইয়াকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (২৩ মে) দুপুরে পৌর এলাকার নারায়ণপুরে জয়নাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। লুট করে পালানোর সময় স্থানীয় বাসিন্দাদের হাতে এক যুবক ও এক নারী আটক হন।

আটক ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার সাইফুল ইসলাম শাহীন (২৪) এবং তাঁর স্ত্রী পরিচয় দেওয়া সুমাইয়া। তাঁরা আখাউড়ায় কলেজপাড়ায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে এক নারী পানি চাওয়ার অজুহাতে জয়নাল মিয়ার বাড়িতে প্রবেশ করেন। জুমার নামাজের জন্য ওই বাড়ির পুরুষেরা তখন মসজিদে ছিলেন। ঘরে কেবল গৃহবধূই ছিলেন। ওই নারী পানি চেয়ে ভেতরে অবস্থান নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁর সঙ্গে থাকা যুবক ঘরে ঢুকে পড়েন। ওই যুবক দড়ি দিয়ে গৃহবধূকে বেঁধে মুখে কাপড় গুঁজে দেন। তাঁর হাতে গ্লাভস ও দুটি ধারালো অস্ত্র ছিল। এরপর তাঁরা ঘরের স্বর্ণালংকার লুট করে পালানোর চেষ্টা করেন। গৃহবধূ কোনোভাবে নিজেকে মুক্ত করে রাস্তায় বের হয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে দুজনকে ধরে ফেলেন এবং পরে তাঁদের আখাউড়া থানা-পুলিশের কাছে সোপর্দ করেন। আটকের সময় তাঁদের কাছ থেকে দুটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়, যা তাঁরা গৃহবধূকে ভয় দেখাতে ব্যবহার করেছিলেন বলে জানা গেছে।

সাইফুল ইসলাম ও সুমাইয়া। ছবিটি আটককৃতদের মানিব্যাগে মিলে।

বাড়ির মালিক জয়নাল মিয়া বলেন, ‘জুমার নামাজে সবাই মসজিদে ছিলাম। এই সুযোগে পূর্বপরিকল্পিতভাবে অপরাধীরা বাড়িতে ঢুকে স্বর্ণালংকার নিয়ে পালানোর চেষ্টা করে। আমার স্ত্রী চিৎকার করলে স্থানীয় বাসিন্দারা এসে তাদের আটক করে। কিছু মালামাল উদ্ধার হলেও এখনো অনেক কিছু পাওয়া যায়নি।’ আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ফের গোলাগুলি: যুবক নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে এলোপাতাড়ি গুলিতে আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের ম্যুরালে কালি লেপন

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারীসহ আটক ২

নির্বাচন হবে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন আছে: রুমিন ফারহানা