হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় থানার সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২ 

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আমান ভূঁইয়া (২৪) ও মনির ভূঁইয়া (৫০) নামের দুজন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার বেলা ১১টার দিকে আখাউড়া রেলওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুজনকে স্বজনেরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

আহত দুজনের মধ্যে আমান ভূঁইয়া আখাউড়া-লাকসাম রেলওয়ে নির্মাণাধীন তমা কনস্ট্রাকশন লিমিটেডের আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকার নৈশপ্রহরী। 

আহত আমান ভূঁইয়ার মামা রূপনগরের বাসিন্দা মো. কাজল ভূঁইয়া জানান, আমান বেলা ১১টার দিকে তাঁর কর্মস্থল তমা কনস্ট্রাকশনের কাজের সাইট আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে যাচ্ছিল। সে রেলওয়ে থানার সামনে পৌঁছামাত্র পেশাদার ছিনতাইকারী শাওন ছুরির মুখে তাঁর গতি রোধ করে।

এ সময় শাওন তাঁর মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে বাধা দেন আমান। ক্ষিপ্ত হয়ে তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে শাওন। এ সময় আমানকে রক্তাক্ত জখম দেখে আমানের স্বজন মনির ভূঁইয়া এগিয়ে গেলে তাঁকে মাথায় ও পায়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে শাওন দৌড়ে পালিয়ে যায়।

অভিযুক্ত শাওন পৌর শহরের মসজিপাড়া গ্রামের বাসিন্দা লিয়াকত আলীর ছেলে।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, এ বিষয়ে তিনি অবহিত নন। তবে খোঁজ নিয়ে দেখবেন।

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা