হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় তাহেরীর ভক্তদের বিরুদ্ধে পুলিশের মাথা ফাটানোর অভিযোগ

আখাউড়া প্রতিনিধি 

আখাউড়ায় হামলায় আহত পুলিশের এসআই। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীর ভক্তদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার মোগরা ইউনিয়নের নিলাখাদ এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন।

আহত এসআই বাবুল মিয়া বলেন, মাওলানা গিয়াস উদ্দিন তাহেরীর মাহফিল চলছিল। মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে তিনিসহ অন্য পুলিশ সদস্যরা চলে আসছিলেন। এ সময় তাঁদের ওপর হামলা হয়। মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

বাবুল মিয়া আরও বলেন, হামলায় তাঁর মাথা ফেটে গেছে এবং বাঁ হাতে আঘাত পেয়েছেন। তিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে থানায় ফিরেছেন।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাজীব হাসান বলেন, আহত পুলিশ সদস্যের মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। বাঁ হাতেও প্রচণ্ড আঘাত পেয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘মাহফিলের অনুমতি না থাকায় কর্তৃপক্ষকে মাহফিল সংক্ষিপ্ত করতে বলা হয়। এ সময় মাওলানা তাহেরী পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক কথা বলেন। পরে পুলিশ সদস্যরা ফিরে আসার পথে তাহেরীর ভক্তদের ছোড়া ঢিলে পুলিশের এসআই মাথায় আঘাত পান। খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে যাই। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ফের গোলাগুলি: যুবক নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে এলোপাতাড়ি গুলিতে আহত ৩