হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

তিতাসে নৌকা ডুবে শিশুর মৃত্যু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি  

তিতাসে নৌকা ডুবে শিশুর মৃত্যু। ছবি: আজকের পত্রিকা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকা ডুবে এক শিশু মারা গেছে। তার মাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাল বাজারের ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া রিয়াদ (৪) বিদ্যাকুট ইউনিয়নের উরখুলিয়া গ্রামের শাহ আলম মিয়া ও বিউটি বেগম দম্পতির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে উরখুলিয়া গ্রামের আতিক মাঝির নৌকাটি ২০০ বস্তা সিমেন্টসহ অতিরিক্ত মালপত্র নিয়ে ঘাট ছাড়ার আগমুহূর্তে তলিয়ে যায়। এ সময় এক মাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। ঘটনার পরপরই মাঝি আতিক পালিয়ে যান।

ট্রলারের যাত্রী সালাম মিয়া বলেন, ‘অতিরিক্ত সিমেন্টের বস্তা বোঝাইয়ের কারণে নৌকাটি ভারী হয়ে চোখের সামনেই ডুবে যায়।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নাফিজা নিশা জানান, নৌকাডুবির পর দুজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে শিশুটিকে মৃত অবস্থায় আনা হয়। আহত মাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে।

নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) কাশেম জানান, আশপাশের লোকজনের সহযোগিতায় প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে নৌকাটি উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘এ ঘটনার একটি শিশু মারা গেছে। অতিরিক্ত মালামাল থাকার কারণে নৌকাটি ঘাটেই তলিয়ে যায়।’

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০