হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

মেয়ের বাড়ি বেড়িয়ে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় ভারতীয় নারীসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর সীমান্ত থেকে মণিকা রায় (৫৬) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। গতকাল মঙ্গলবার বিকেলে বিজিবির হাতে আটক ওই নারী বাংলাদেশের নোয়াখালীর হাতিয়ায় মেয়ের বাড়িতে চার মাস বেড়ানো শেষে ফিরে যাচ্ছিলেন। এদিকে মানব পাচারের অভিযোগে জেলার কসবায় বিপ্লব চক্রবর্তী (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি সদস্যরা।

২৫ বিজিবি অধিনায়ক কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, মণিকা রায় ভারতের পূর্ব বর্ধমান জেলার পারুলিয়া গ্রামের প্রেমলাল রায়ের স্ত্রী। জিজ্ঞাসাবাদে তিনি জানান, চার মাস আগে ফেনী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে নোয়াখালীর হাতিয়ায় মেয়ের বাড়িতে আসেন তিনি। গতকাল মঙ্গলবার ট্রেনযোগে আখাউড়া রেলস্টেশনে ৫ হাজার টাকার বিনিময়ে দুই বাংলাদেশি মানব পাচারকারীর সহযোগিতায় পূর্ব কালাছড়া নামক এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ আরও বলেন, এ সময় মণিকার কাছ থেকে একটি ভারতীয় আধার কার্ড, ৫৩৫ রুপি, বাংলাদেশি ৬০০ টাকা, একটি সোনার চেইন, এক জোড়া সোনার কানের দুল, দুটি সোনার আংটি ও একটি কাপড়ের ব্যাগ জব্দ করা হয়। তাঁকে বিজয়নগর থানায় সোপর্দ করা হয়েছে।

এদিকে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, বাংলাদেশি মানব পাচারকারী বিপ্লব চক্রবর্তীকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কসবা বিওপির টহল দল সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে হাফপুর নামক স্থান থেকে তাঁকে আটক করা হয়।

জাবের বিন জব্বার আরও বলেন, জিজ্ঞাসাবাদে বিপ্লব চক্রবর্তী জানান, দুই-তিনজন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে যেতে সহায়তা করার জন্য যাচ্ছিলেন তিনি। তাঁকে কসবা থানায় সোপর্দ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে ফের গোলাগুলি: যুবক নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে এলোপাতাড়ি গুলিতে আহত ৩

ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের ম্যুরালে কালি লেপন

ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ববিরোধের জেরে সংঘর্ষে নিহত ১, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা নারীসহ আটক ২

নির্বাচন হবে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন আছে: রুমিন ফারহানা

সনদ জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় ফের রেললাইনে আগুন