হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় মিছিলে ছাত্রলীগ নেতার গুলিতেই নিহত হন কর্মী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের আনন্দ মিছিলে গুলিতে কলেজ ছাত্রলীগের এক কর্মী নিহত হয়েছেন। ছাত্রলীগের এক নেতা তাঁকে গুলি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

বুধবার (৫ জুন) সন্ধ্যার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ পাড়া এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত ছাত্রলীগ নেতা ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ–সভাপতি হাসান আল ফারাবি (জয়)। নিহত ছাত্রলীগ কর্মী আয়াশ রহমান ইজাজের (২২) বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর এলাকায়। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসলাম হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাচনে জয়ী চেয়ারম্যান প্রার্থীর বিজয়ের খবরে শুরু হওয়া আনন্দ মিছিলে এই গুলির ঘটনা ঘটে। ঘটনার পরপরই গুলির ভিডিও ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। 

ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বরাত ওসি আসলাম হোসেন জানান, সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যান পদে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভনের জয়ী হওয়ার খবরে তাঁর সমর্থকেরা আনন্দ মিছিল বের করেন। জেলা ছাত্রলীগের সহ–সভাপতি হাসান আল ফারাবি জয় হাতে থাকা পিস্তল দিয়ে ছাত্রলীগ কর্মী ইজাজের মাথায় গুলি করে পালিয়ে যান। 

চিকিৎসকের বরাত ওসি আরও জানান, ইজাজকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান। 

ঘটনার খবর পেয়ে ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী জেলা হাসপাতাল এলাকায় জমায়েত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের দিকে যায়। 

ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ্ আল মামুন বলেন, ‘ভোট গ্রহণের পর ঘটেছে। আমরা এ বিষয়ে অবগত।’ 

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ‘ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই তারা এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ এখনো পাওয়া যায়নি।’ 

তবে নিহতের মামাতো ভাই জুনায়েদ চৌধুরী জানান, সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেন শোভনের বিজয়ী বিজয় মিছিল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি জালাল উদ্দিন খোকার নেতৃত্বে বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে জেলা ছাত্রলীগের সহসভাপতি হাসান আল ফারাবী (জয়) প্রকাশ্যে গুলি ছুড়ে পালিয়ে যান।

বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা আর নেই

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

২৫ বছর পর অষ্টগ্রাম থেকে ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

পতাকা বৈঠকের পর আখাউড়া দিয়ে যুবককে হস্তান্তর

বিএনপি থেকে বহিষ্কারের পর আমার জনসমর্থন আরও বেড়েছে: ব্যারিস্টার রুমিন ফারহানা

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট