হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

শেখ হাসিনার মতো নেতা আমাদের ধরে রাখতে হবে: আইনমন্ত্রী

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনার মতো নেতা আমরা পাব না। তাঁকে আমাদের ধরে রাখতে হবে। শেখ হাসিনা থাকলেই মানুষের মুখে হাসি ফোটে এবং দেশের উন্নয়ন হয়। বাংলাদেশ তাঁর দেখানো পথে ২০৪১ সালে বিশ্বে একটি উন্নত দেশ হিসেবে পরিচিত হবে।’ 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

আইনমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করতে দেয়নি খন্দকার মোস্তাকসহ ঘাতক-কুলাঙ্গাররা। ’৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও সোনার বাংলা গড়াকে ব্রত হিসেবে নিয়েছিলেন।’ 

তিনি আরও বলেন, ‘দেশের একজনও যেন ভূমিহীন ও গৃহহীন না থাকে, সেই লক্ষ্যেই মানুষের মুখে হাসি ফোটাতে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। এ জন্যই তিনি মাদার অব হিউম্যানিটিজ হিসেবে পরিচিত এবং তাঁকে সেই তকমা দেওয়া হয়েছে।’ 

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিমুল এহসান খান, পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলাম, জেলা পরিষদ সদস্য এমএ আজিজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী, উপজেলা ছাত্রলীগ আফজাল হোসেন রিমন প্রমুখ। 

পরে মন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে দুজন অসুস্থ ব্যক্তির হাতে চিকিৎসা খরচ বাবদ ৩ লাখ টাকা তুলে দেন। এর আগে তিনি উপজেলা সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ৩৪ জন ক্যানসার ও কিডনি রোগীর মধ্যে ১৭ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

বেকারির প্যাটিসে তেলাপোকা, গুনতে হলো লাখ টাকা জরিমানা