ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে তিনি তাঁর ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেন। আজ বুধবার সকালে খবর পেয়ে পুলিশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে।
এ ঘটনা ঘটেছে আখাউড়া পৌরসভার রাধানগর (সাহাপাড়া) এলাকায়। ওই যুবকের নাম অন্তর রায় (২২)। তিনি ওই এলাকার পল্টু রায়ের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম।
স্থানীয়রা বলছে, মঙ্গলবার দিবাগত রাতে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন অন্তর রায়। তিনি আত্মহত্যা করার আগে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি প্রেমঘটিত বিষয় তুলে ধরেন।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, ‘প্রেমের কারণে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ওই যুবক আত্মহত্যা করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’