হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

জি এম কাদেরকে ব্রাহ্মণবাড়িয়ায় অবাঞ্ছিত ঘোষণা রওশনপন্থীদের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কথায় কথায় জাতীয় পার্টির (জাপা) শীর্ষ নেতাদের অব্যাহতির প্রতিবাদে জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জাপার রওশন এরশাদপন্থীরা। আজ রোববার বিকেলে জেলা সমবায় মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি জেলা শহরের টি এ রোড ঘুরে প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তারা বলেন, জেলা জাপার সাবেক আহ্বায়ক ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) থেকে নির্বাচিত দুইবাবের জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধাকে অগণতান্ত্রিকভাবে জাতীয় পার্টি থেকে অব্যাহতি দেওয়া হয়। এটি পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্বেচ্ছাচারিতা। জি এম কাদের রাতের অন্ধকারে চেয়ারম্যানের পদ দখল করে অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দলকে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছেন। এ অবস্থায় এরশাদপ্রিয় জাতীয় পার্টির তৃণমূলের নেতা-কর্মীরা ঘরে বসে থাকতে পারে না। 

বক্তারা আরও বলেন, এই অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত না হলে তৃণমূলের কর্মীরা দাঁতভাঙা জবাব দেবে। সেই সঙ্গে বক্তারা জাপার চেয়ারম্যান জি এম কাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেন। 

এ সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা জাপার রওশনপন্থী গ্রুপের আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল্লাহ আল হেলাল। সদস্যসচিব সৈয়দ মোকাব্বেরের সঞ্চালনায় বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ খান, আবদুল আজিজ, যুগ্ম সদস্যসচিব সৈয়দ এজাজ আহমেদ জীবন, আজিম খান বাবু, জালাল উদ্দিন ভূঁইয়া। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা জাপার রওশন এরশাদপন্থী গ্রুপের আহ্বায়ক কমিটি সদস্য অ্যাডভোকেট শরিফ, শান্তা ইসলাম, মো. জামাল মিয়া, মো. জসিম, ফরিদ সরকার, জামাল মিয়া, রশিদ মিয়া, আলমগীর মিয়া, আতাউর রহমান ও মনির প্রমুখ। 

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন রুমিন ফারহানা

বাপ স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র কি না, সময় উত্তর দেবে: রুমিন ফারহানা

বিএসএফের বিরুদ্ধে আখাউড়া সীমান্ত থেকে তরুণকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ায় নতুন গ্যাসকূপের খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট

ফলের দোকানে অটোরিকশার ধাক্কার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

নানা বয়সী দৌড়বিদদের অংশগ্রহণে ব্রাহ্মণবাড়িয়ায় হাফ ম্যারাথন

নবীনগরে দুর্বৃত্তের হামলায় যুবক গুলিবিদ্ধ

২-৪টি আসনের জন্য নয়, জোট হবে ন্যায্যতার বিচারে আসন সমঝোতার ভিত্তিতে: নুরুল হক নুর

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি যুবকের

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার